চট্টগ্রামের বাঁশখালীর সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বাণীগ্রাম সমাজ উন্নয়ন সংস্থা প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করল বাংলা বর্ষবরণ ও মাঙ্গলিক শোভাযাত্রা। সংগঠনের বাণীগ্রামস্থ কার্যলয়ের সামনে থেকে বাঁশখালীর প্রধান সড়ক ধরে সাধনপুর ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কে প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় এই শোভাযাত্রা । বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনির্বাণ মিত্র চৌধুরীর সঞ্চালনায় সংগঠনের সভাপতি পৃথ্বীরাজ মিত্র চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাউদ্দিন কামাল চৌধুরী, এতে উপস্থিত বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক কফিল চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, মাস্টার শ্যামল কান্তি দে, এড. সঞ্জয় মিত্র চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি রঞ্জন ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ দে, তপন চক্রবর্তী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, দীপ্তি রাণী দে সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।