রশিদ আহমদ ▪️
আলোকিত মানুষ গড়ার কারিগর, শিক্ষককূলের শিরোমণি,হাজারো শিক্ষকদের শিক্ষক আদর্শের ধারক বাহক জনাব মাস্টার আব্দুল মালেক সাহেবের প্রস্থান চাম্বল বাসির জন্য অপূরণীয় ক্ষতি এবং দূরদেশে অচেনা জায়গায় পরিচয় দিতে পারার মত একটি বটবৃক্ষের প্রয়াণে আমরা চাম্বলবাসী শোকসন্তপ্ত এবং মর্মাহত। তিনি নিজে আলোচিত না হয়ে আমাদেরকে আলোকিত করে গেছেন৷
জনাব মাস্টার আব্দুল মালেক সাহেবের ধ্যানে জ্ঞানে মননে মগজে চিন্তায় চেতনায় আমৃত্যু শিক্ষকতা ছাড়া কিছুই ছিল না ৷ অন্ধের দেশে ফেরিওয়ালার মত আয়না বিক্রি নয় বরং চোখ থাকিতেও যারা অন্ধছিল, সেই অন্ধনয়নে প্রকৃত জ্ঞানের দ্যুতি ছড়াতে এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে ওনার মরহুম পিতা মাস্টার রহমত উল্লার সাহেবের পথ অনুসরণ করে শিক্ষকতার মত মহান পেশাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন । শিক্ষকতা জীবনের শেষ অবদি ঐতিহাসিক স্বনামধন্য চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অবসর গ্রহণ করেন। অদ্য ২৬ এপ্রিল ২০২৪ই রোজ শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে গমন করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বলাহয় যে “কীর্তিমানের মৃত্যু নাই” মরহুম মাস্টার আব্দুল মালেক সাহেবের” শিক্ষকতা জীবন” বর্তমান শিক্ষক সমাজের জন্য ব্রিটিশ সংবিধানের মত একটি অলিখিত পুস্তক, একটি অনুকরণীয়, অনুসরণীয় এবং আদর্শিক জীবন। যে জীবনে ছিল ছাত্র-শিক্ষকের শ্রদ্ধার সর্ম্পক, ছিল ভয়, গুরুভক্তি এবং সত্যের প্রতি অটল আদর্শের অবিচল আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। যে ব্যক্তিত্বের কাছে কোন রক্তচক্ষু মাথা উঁচু কর দাড়াতে পারেনি, পারেনি তর্জনী তুলে কেউ অন্যায় কথা বলতে৷ শিক্ষকের প্রতি বাদশা আলমগীর যে ধারণা পোষণ করতেন, যে শিক্ষা বাদশা তার সন্তানকে দিয়েছিলেন সেই শিক্ষা-ই জনাব মরহুম মাস্টার আব্দুল মালেক সাহেব ছাত্র সমাজে সেই আদর্শের উঁচু মানের শিক্ষার আলোই ছড়িয়েছেন আমৃত্যু।
আধুনিক যুগে শিক্ষার যেমন বেহাল দশা তেমনি শিক্ষক হওয়ার আড়ালে শুধু রুটি-রুজির ব্যবস্থার জন্য প্রাইভেট কেন্দ্রিক অনেক শিক্ষক যেখানে শিক্ষক-ছাত্রের ইয়ার দোস্তসূলভ স্থুল আচরণ, পরিক্ষায় নাম্বার বাড়িয়ে-কমিয়ে দেওয়া এবং শাসনের পরিবর্তে প্রাইভেট এ ছাত্র ভর্তির এজেন্ট নিয়োগ এবং কোচিং বাণিজ্য চালাচ্ছে। আদর্শ ছাত্র, যে আদর্শ মানুষ তৈরীর পরিবর্তে অধিকাংশে আদর্শ বকাটে তৈরী করছে সেখানে মরহুম মাস্টার আব্দুল মালেক সাহেব ছিলেন সে সময়কার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি একাধারে ভালো ছাত্র তৈরীর পাশাপাশি ভালোমানুষ তৈরীর প্রতি আমৃত্যু চেষ্টা করে গেছেন। ছাত্ররা হয় ভালো মানুষ হওয়ার পাশাপাশি জীবনের পরবর্তী ক্ষেত্রে সফল হয়েছেন নয়তো ভালো মানুষ হওয়ার পাশাপাশি ভালো কৃষক হয়েছেন। সেই ভালো কৃষকরাই আজ প্রতিষ্ঠিত ছেলে-মেয়েদের পিতা।
একজন আদর্শিক মানুষ, একজন আদর্শিক শিক্ষক একটি জাতির যেমন সম্পদ, তেমনি নিজ এলাকার জন্য পরিচয় বহনকারী একটি তরী, একটি পতাকা এবং ছায়া দেওয়ারমত একটি বটবৃক্ষের নাম। আমরা বাঁশখালীর পূর্ব চাম্বলের মানুষদের জন্য একটি আত্ম-পরিচয়ের নাম৷ মাস্টার আব্দুল মালেক সাহেবের এলাকার মানুষ বললে দ্বিতীয়বার পরিচয় দিতে হতো না কোথাও । আজ সেই নীতিতে অটল এভারেস্ট সমতুল্য আত্মমর্যাদাসম্পন্ন মানুষটির প্রয়াণে আমরা চাম্বলবাসী গভীরভাবে শোকাহত। মরহুম মাস্টার আব্দুল মালেক সাহেব এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
লেখক, অফিসার, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি।