Search
Close this search box.
Search
Close this search box.

শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরের কমিটি গঠিত

বাঁশখালীস্থ কালীপুর ইউনিয়নের পালেগ্রামে অবস্থিত শ্রী শ্রী আদি নিমকালী মন্দিরের বার্ষিক সাধারণ সভা গত ২১ জুন ২০২৪ইং শুক্রবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সভাপতি শ্রী সুযশ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা এবং আহ্বায়ক কমিটির অনুমতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সভায় প্রভাস পালকে সভাপতি, মিন্টু পালকে সাধারণ সম্পাদক, টিপু নাথকে অর্থ সম্পাদক, মিটু দাশকে সাংঘঠনিক সম্পাদক এবং সুজন কান্তি নাথকে প্রচার সম্পাদক নিযুক্ত করে কমিটির নাম ঘোষণা করা হয়। নব নিযুক্ত কমিটির সদস্যগণ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে কাজ চালিয়ে যাবে বলে নব নিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আশ্বস্ত করেন। উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন চিন্তাহরণ পাল, অমলেন্দু পাল, অসিত বরণ পাল (পিংকু), অজিত নাথ, কেশব পাল, প্রবাস পাল, মিন্টু পাল, টিপু নাথ, মিন্টু দাশ সুজন কান্তি নাথ সমাজের গণ্যমান্য অনেকে উপস্থি ছিলেন।

আরও পড়ুন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপের বর্ণাঢ্য উদ্বোধন