Search
Close this search box.
Search
Close this search box.

আইআইইউসি’র সা‌য়ে‌ন্সেস অব হাদীস অ‌্যান্ড ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের চেয়ারম্যান বাঁশখালীর সাইয়্যেদ নুর

আন্তর্জা‌তিক ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় চট্টগ্রাম এর সা‌য়ে‌ন্সেস অব হাদীস অ‌্যান্ড ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের চেয়ারম‌্যান নিযুক্ত হয়েছেন ছনুয়ার সন্তান মুহাম্মদ সাইয়্যেদ নুর আল আযহারী‌।বুধবার (২৬ জুন) আন্তজার্তিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ. এম আক্তারুজ্জামান কায়সার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ ছনুয়ার মদিনাতুল উলুম মাদ্রাসায় তার শিক্ষাজীবন শুরু হয়।পরবর্তীতে, সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে ভর্তি হন এবং ২০০০ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে তিনি পাঁচ বিষয়ে লেটার মার্কসহ স্টার মার্ক লাভ করেন।তিনি, ২০০২ সালে চুন‌তি হা‌কি‌মিয়া কা‌মিল মাদ্রাসা থে‌কে আলিম পরীক্ষায় অংশ নিয়ে মেধা তা‌লিকায় ১৮তম স্থান অর্জন ক‌রেন।

২০০৫ সনে আল আযহার বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি স্কলারশীপ নিয়ে মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ে শরীয়াহ ফ্যাকাল্টির উলুমুল হাদিস বিভাগ থেকে অর্নাসে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন করেন। পরে অর্নাসে বিভাগের সর্বোচ্চ নাম্বার পাওয়ায় মিশর সরকারের স্কলারশিপ পেয়ে তিনি মিশরের বিখ্যাত বিদ্যাপীঠ কায়রো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পান। কায়রো বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি মাস্টার্স প্রিলিমিনারিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রাপ্ত হন। পরে ২০০৯ সালে দেশে ফিরে আসেন। এরপর তি‌নি আইআইইউ‌সির দাওয়া অ‌্যান্ড ইসলা‌মিক স্টা‌ডিজ বিভাগ থে‌কে গোল্ড মে‌ডেলসহ এম. এ. সমাপ্ত ক‌রেন।

সাইয়্যেদ নুর আল আযহারী কর্মজীব‌নের শুরু‌তে চান্দগাঁও আল হুমাইরা (রা.) ম‌হিলা ফা‌যিল (ডি‌গ্রি) মাদ্রাসায় অধ‌্যক্ষের দায়িত্ব পাল‌ন ক‌রেন। এরপর ২০১৪ সা‌লে আন্তর্জা‌তিক ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় চট্টগ্রা‌ম এর সা‌য়ে‌ন্সেস অব হা‌দিস অ‌্যান্ড ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গে প্রভাষক হি‌সেবে যোগদান ক‌রেন। ২০১৮ সা‌লে তি‌নি আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর আরবি বিভাগ হ‌তে এ‌ম‌. ফিল. ডিগ্রি সম্পন্ন ক‌রেন। বর্তমানে পিএইচডি কো‌র্সে গবেষণারত আছেন।

উল্লেখ্য, সাইয়্যেদ নুর ১৯৮৬ সালের ১০ জানুয়ারি বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হানিফপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ওই এলাকার আলহাজ্ব ছৈয়দ উল্লাহ ও মাশেদা বেগম দম্পতির ছেলে।

আরও পড়ুন  লিচুর কাঙ্ক্ষিত ফলন হয়নি এবছর