Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীর পাহাড়ি এলাকায় বৃদ্ধের মৃত্যু

বাঁশখালীর সরল ইউনিয়নের পূর্ব পাইরাং পাহাড়ি এলাকা থেকে মোঃ সিরাজ মিয়া (৬৫) বছর উর্ধ্বে এক বয়োবৃদ্ধ লোকের মৃতদেহ উদ্ধার করলো বাঁশখালী থানা পুলিশ।

মৃত সিরাজ মিয়া উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা ৭ নং ওয়ার্ড এলাকার মৃত বদিউর রহমানের পুত্র।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌরসভার পূর্ব পাহাড়ি এলাকায় বয়োবৃদ্ধ লোকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সুত্রে জানা গেছে, পূর্ব পাইরাং ও পৌরসভাস্থ পাহাড়ি এলাকায় বয়োবৃদ্ধ লোকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃতদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন বলছে তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

বাঁশখালীর পাহাড়ি এলাকায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার
আরও পড়ুন  বাঁশখালী ক্রিকেট একাডেমির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ