Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী ডলমপীর (রহঃ) মাদ্রাসায় মিলাদুন্নবী সাঃ উদযাপিত

বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন আহমদিয়া ডলমপীর (রহঃ) সিনিয়র মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী আহমদিয়া ডলমপীর রহঃ সিনিয়র মাদ্রাসা হলরুমে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব ফারুকীর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব শহীদুল মোস্তফা চৌধুরী মিজান। বিশেষ অতিথি ছিলেন আলিমুল মোস্তফা চৌধুরী মিনহাজ।

ডলমপীর রহঃ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক সৈয়দুল আলম ও মৌলভী রিয়াজুল করীমের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন মাদারবাড়ী জামেয়াতুল মদিনা সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ওসমান গণী।

উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ, মাওলানা সিরাজুল হক, মাওলানা সুলতান মঈনুদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা বদিউল আলম, মাওলানা মাহফুজুর রহমান, বাঁশখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সেক্রেটারি সাংবাদিক আব্দুল মতলব কালু, সদস্য সাংবাদিক মোহাম্মদ এরশাদ, সদস্য সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন প্রমূখ।

সকাল ৮ টা থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা ক্বেরাত, হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন। এতে আরবীতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অষ্টম শ্রেণি শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকিব ও মোহাম্মদ আব্দুল্লাহসহ দুই শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শহীদুল মোস্তফা চৌধুরী মিজান বলেন, একসময় এলাকার মানুষ খুবই অবহেলিত ছিলো, দ্বীনি শিক্ষার অভাবে কোনো ধরনের ভ্রাতৃত্ব বোধ পরস্পরের সম্মান -স্নেহ বোধ ছিলনা। আশপাশে কোন ধরনের দ্বীনি প্রতিষ্ঠান ছিলোনা, তাই এমন ক্লান্তিকর পরিস্থিতিতে এই এলাকার মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা তথা পবিত্র কুরআন ও রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহর আলোকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১৯৮৪ সনে আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু সাহেব এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়েন কুরআন ও হাদীসের আলো।

আরও পড়ুন  ১৬ বছর পর প্যারেড মাঠের তাফসিরুল কোরআন মাহফিল