কভিট ১৯ সংক্রমণ রোধে আজ বুধবার দেশ জুড়ে সাতদিনের লকডাউনে প্রথম দিনে বাঁশখালীর বিভিন্ন প্রতিষ্টান খোলা রাখায় বাঁশখালী উপজেলা প্রশাসন বাঁশখালী কতৃক পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমান করেন।
বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মর্ধ্যরাত পর্যন্ত। লকডাউন বাস্তবায়নে মাঠে আছেন ১০৬ ম্যাজিস্ট্রেট। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। জরুরি কারণ ছাড়া ঘরের বের হলে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সরকার।
উল্লেখ্য, বাঁশখালীতে লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা প্রশাসন বাঁশখালী কর্তৃক পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় ৩৬টি মামলা দায়ের করে ১২১০০/- জরিমানা আদায় করা হয়।