বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত নিহত ৩ ব্যক্তি ও আহত পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার (৫ জুলাই ) দুপুর ১২ টায় বাঁশখালী ইকোপার্কের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা ও ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মাদ ইয়াছিন নেওয়াজ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া,বাহারচড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সাতকানিয়া চুনতি রেঞ্জ অফিসার মনসুর আলম, নাপোড়া বিট কর্মকর্তা আব্দুর রউফ, জলদি বিট কর্মকর্তা কবীর আহমদ, পুইছড়ি বিট কর্মকর্তা ফখরুল ইসলাম, সাংবাদিক কল্যান বড়ুয়া মুক্তা, আবু বক্কর বাবুল, মু.মিজান বিন তাহের, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আক্তার হোসেন, শিব্বির আহমদ সহ ক্ষতিগ্রস্ত পরিবার ও বন কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে নিহত পরিবারের মধ্যে চাম্বল এলাকার মোঃ শহিদুল্লাহ তিন লক্ষ টাকা, শীলকূপ বড়ুয়া পাড়া এলাকার রতন বড়ুয়া তিন লক্ষ টাকা, জলদী এলাকার মোঃ আইয়ুব আলী তিন লক্ষ টাকা, অপরদিকে আহত চাম্বল এলাকার আমিনুল ইসলাম, জিয়াউল হক, আবুল কালামকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে সর্বমোট ৯ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।