বাঁশখালীর কৃতি সন্তান জসিম উদ্দিন পিপিএম এর উদ্যোগে ও বাঁশখালীর সংবাদ মাধ্যম ‘ বাঁশখালী এক্সপ্রেস এর সমন্বয়ে এবং হাজিগাঁও ফুটন্ত সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে আজ ৭ জুলাই,২০২১ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ ঘটিকায় ‘হাজিগাঁও বরুমচড়া স্কুল অ্যান্ড কলেজ,
‘হাজিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,’দক্ষিণ হাজিগাঁও উত্তর বৈলগাঁও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মোট ২৫০ টি বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়। স্কুল সংলগ্ন মাঠ ও রাস্তার ধারে বৃক্ষরোপণ। এলাকার সাধারন মানুষের হাতে চারা দিয়ে বৃক্ষরোপণে সংগঠনের পক্ষে উপস্হিত ছিলেন হাজিগাঁও ফুটন্ত সংগঠনের উপদেষ্টা- ইসমাঈল চৌধুরী,সাবেক সভাপতি -আরিফুল ইসলাম, সভাপতি- ওয়াসিমুল গণি জামি, সাধারণ সম্পাদক- শওকত কামাল জিনান, যুগ্ন সাধারণ সম্পাদক- আকিবুল আলিম ফাহিম, সাংগঠনিক সম্পাদক -সিফাতুল ইসলাম আবির,অর্থ সম্পাদক-নাবিদ আল জিসান,প্রচার সম্পাদক-তপন দাশ,দপ্তর সম্পাদক -সাবিত আল ইনান, উপ-দপ্তর সম্পাদক -জিয়াতুল আলম মজুমদার,তুষার ইমরান ইকবাল হোসেন,ইয়াসিন,রাজিব,বোরহান, জাহেদুল ইসলাম প্রমুখ।