Search
Close this search box.
Search
Close this search box.

করোনায় আরেক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

এম আর মুজিব-(মোজাম্বিক প্রতিনিধি)
মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে আরো এক বাঁশখালীর রেমিটেন্স যোদ্ধার মৃত্যু…..
দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে জুলফিকার আহমদ (৪৮) নামে এক বাঁশখালীর প্রবাসীর  মৃত্যু হয়েছে। (ইন্না-লিল্লাহ…… রাজেউন) খবর নিয়ে জানা যায়, মোজাম্বিকের মানিকা প্রদেশের সিমুই শহরের ব্যবসায়ী রশিদ আহমদ এর বড় ভাই জুলফিকার আহমদ দশ দিন আগে করোনায় আক্রান্ত হলে তাকে সিমুই স্থানীয় এক হসপিতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। গত বুধবার (২ ১ জুলাই, ২০২১) মোজাম্বিক সময় রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  মৃত জুলফিকার আহমদ চট্রগ্রাম জেলার, বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ১নং ওয়ার্ড নিবাসী  সিরাজুল ইসলামের ছেলে। উল্লেখ্য এই নিয়ে ৯জন মোজাম্বিক প্রবাসী করোনায় মারা গেল। আফ্রিকার দেশ মোজাম্বিকে কোন প্রবাসী মারা গেলে নানান জটিলতায় মৃত দেহে দেশে আনা যায়না। সেই দেশে নেই কোন দূতাবাস অথচ এই প্রবাসীর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা রেমিট্যান্স দেশে আসছে। প্রবাসীর সহয়তায় চাইলে একটা দূতাবাস স্থাপন করা যায়। এছাড়া চিকিৎসা সেবা নেই বললেই চলে।

আরও পড়ুন  মোজাম্বিকে পৌরসভার ইউসুফের মৃত্যু