Search
Close this search box.
Search
Close this search box.

আশরাফিয়া ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আশরাফিয়া ফাউন্ডেশন এর নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২১-২০২৩)সেশন গঠনকল্পে আজ ৩১ জুলাই (শনিবার) হালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ১১টায় কে এম আব্দুল মান্নানের সভাপতিত্বে ও এডভোকেট আলী ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী দুই বছরের জন্য কে এম আবদুল মান্নান কে সভাপতি ও মুহাম্মদ বোরহান উদ্দীন সিকদার কে জেনারেল সচিব করে ১৬ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আলী ইসলাম মুন্না, সহ-সভাপতি নুরুল আনছার প্রবাসী, যুগ্ন-সচিব মুহাম্মদ আবদুল মোমেন সিকদার দিলাল, সাংগঠনিক সচিব মো:আলিম উল্লাহ সুজন, যুগ্ন-সাংগঠনিক সচিব মোঃমিজানুর রহমান, অর্থ সচিব নুর মোহাম্মদ, ক্রীড়া সচিব মো:রিয়াদ ছালেহ সিকদার, প্রচার ও প্রকাশনা সচিব আব্দুল মুবিন সিকদার ,দপ্তর সচিব মোঃ হাছান মোস্তফা সিকদার,সিনিয়র সদস্য মাস্টার আজম খান, নুরুল আফছার, মোঃগিয়াস উদ্দীন, মোঃহেলাল উদ্দীন প্রবাসী, মোঃসাখাওয়াত সিকদার, মোঃশুভ সিকদার প্রমুখ।

আরও পড়ুন  বাণীগ্রাম সমাজ উন্নয়ন সংস্থার বর্ষবরণ ও মাঙ্গলিক শোভাযাত্রা