Search
Close this search box.
Search
Close this search box.

ইব্রাহিমের দাফনকাজে গাউসিয়া কমিটি বাংলাদেশ

বাঁশখালী উপজেলা পালেগ্রাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ মোহাম্মদ ইব্রাহিমের দাফনকাজ সম্পন্ন করল গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশখালী শাখা।  আজ ৪ আগষ্ট  ২০২১ ইংরেজি সকাল ১১ ঘটিকায়  গাউসিয়া কমিটি বাংলাদেশ নেতৃত্বে মরহুমের গোসল, কাফন,  বিকেল ৫ঃ৩০ দাফন সম্পন্ন করে গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী শাখার করোনা কাফন-দাফন  মানবিক টিম। এই টিমে  সহযোগিতা করেন  মাওলানা আবদু রহিম সিরাজি  , মোহাম্মদ ফরিদ আহম্মদ জিহাদী, মাষ্টার মৌঃ মোহাম্মদ জসিম , সৈয়দ আব্দুল হালিম, মুহাম্মদ ইরফানুর রহমান, মুহাম্মাদ নাছির। ফ্রী এম্বুলেন্স সহায়তাই ছিল নিষ্ঠা ফাউন্ডেশন,  সার্বিকভাবে তত্বাবধানে ছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশাখালী টিমের প্রধান সম্বনয়ক,  মোহাম্মদ আব্দু রহিম সিরাজি। গাউসিয়া কমিটি বাংলাদেশ’র পক্ষ হতে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় ।

আরও পড়ুন  বিভিন্ন হাসপাতালে রোগীদের মাঝে ইসলামী যুব আন্দোলনের ইফতারী বিতরণ