মোহাম্মদ জাবেদ হাসান অমি◾
গত শুক্রবার (০৬ আগষ্ট) সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে বুথ স্থাপন করে এবং পরে ক্লাবের সদস্যরা দঃ সাধনপুরে পাড়ায় পাড়ায় গিয়ে সকল জনগনকে করোনা সম্পর্কে সচেতন করেন।
“নিজে সচেতন হই ,অন্য কে সচেতন করি” এই স্লোগানকে সামনে রেখে সূর্য তরুণ ক্লাবের সদস্যরা করোনা ভ্যাক্সিন টিকা নিবন্ধন কর্মসুচির আয়োজন করেন এবং গ্রামের মহিলা-পুরুষ ফ্রিতে নিবন্ধনে অংশগ্রহন করেন।
অনেকেই ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছে বিশেষ করে যারা সচেতন। এখন অন্যের জন্য ব্যাবস্থা করার পালা। সে হিসাবে আশে পাশের অনেক মানুষ বিশেষ করে গ্রামের মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে প্রচন্ড ভীতি কাজ করছে। যেমন – ভ্যাকসিন দিলে মারা যায় তাড়াতাড়ি ,ভ্যাকসিন দিলে অনেক জ্বর আসে,ভ্যাকসিন দিলে অন্যান্য রোগ হয় ,ভ্যাকসিন দিলে শরীর ব্যাথা করে ইত্যাদি। কিন্তু আমরা যারা বুঝি তারা জানি যে এগুলো ওদের মধ্যে ভয় ছাড়া আর কিছুই না আর এই ভয় এর কারণে অনেকেই ভ্যাকসিন নিতে চাচ্ছেন না তাদের শারীরিক ঝুঁকি থাকার পর ও। তাই যারা সচেতন বিভিন্নভাবে সামাজিক সংগঠনের সাথে জড়িত তাদের উচিত এই মানুষ গুলো কে বুঝিয়ে ভ্যাকসিন এর আওতায় নিয়ে আসা।
ইতিমধ্যে সূর্য তরুণ ক্লাব ইতিমধ্যে গ্রামের অনেক মানুষ কে নিবন্ধন করে দিতে সক্ষম হয়েছে। ক্লাবের সকল সদস্যরা সকল মানুষকে সচেতন মুলক পরামর্শ ও ভ্যাকসিন ভয়ের কিছু নেই, এই বিষয়ে সতেচন করেন। যারা নিজেরা ভ্যাকসিন নিয়েছেন তারা আশেপাশের এই মানুষ গুলোকে সাহায্য করুন ,নিজে থেকে ওনাদের রেজিষ্ট্রেশন করে দিন। এবং সকল মানুষকে কে বোঝান যে এটা জরুরি আমাদের জন্য। ভ্যাক্সিন হয়তো পুরোপুরি করোনা নির্মূলে কার্যকরী না কিন্তু এতে শরীরের ইমিউনিটি সিস্টেম গ্রোথ করে এটি প্রমাণিত। তাই সকলে উদ্ভুদ্ধ করুন ,আপনার আশে পাশের , পাড়ার মানুষদের তাদের নিজেদের চিন্তা থেকে বের করে আনার দায়িত্ব সকল সচেতন ব্যক্তিবর্গদের।