দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে পঞ্চম লাশ হিসাবে দেশে যাচ্ছে মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী মোসলিম উদ্দিন সিকদারের লাশ।মোসলিম উদ্দিন সিকদার একে একে দুইবার বিমানের টিকেট করেও জীবিত ফিরতে পারিনি । অবশেষে লাশ হয়ে ফিরছে দেশে। সকল আইনি জটিলতা শেষ করে ১১ই আগস্ট বুধবার মোজাম্বিক সময় সকাল ৮টা ৩০মিনিটে নামপুলা শহরে প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়। ৯টার সময় নামপুলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কারগো বিমানে তার লাশ মাপুতো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্য ছেড়ে যায়। মাপুতো থেকে জোহানেসবার্গ এবং দুবাই এয়ারপোর্ট হয়ে ১৩ই আগস্ট সকাল ৮ টায় ঢাকা এয়ারপোর্ট পৌছে যাবে মোসলিম উদ্দিন সিকদারের লাশ। ১৩দিন পর মোসলিম উদ্দিন সিকদারের লাশ দেশে পৌছে যাচ্ছে।
মোজাম্বিক বাংলাদেশ কমিনিটি নেতা আনিসুর রহমান, নাছির উদ্দিন, হেফাজ উদ্দিন ,আদিল হোসেন, জাহেদ,মোরশেদ সহ অনেকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মোসলিম উদ্দিন সিকদারের লাশ দেশে পাঠানো সম্ভব হয়েছে। মোজাম্বিক থেকে বাংলাদেশে লাশ পাঠানো অনেক কঠিন। এই পর্যন্ত অনেক বাংলাদেশি মোজাম্বিকে মৃত্যু হয়েছে । আইনি জটিলতা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত না থাকার কারণে অনেক বাংলাদেশি প্রবাসীর লাশ দেশে পাঠাতে চাইলেও পাঠানো সম্ভব হয়নি। মোসলিম উদ্দিন সিকদারের লাশসহ মোজাম্বিক থেকে বাংলাদেশে এই পর্যন্ত পাঁচটি লাশ পাঠানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য,মোসলিম উদ্দিন কিছুদিন ধরে পায়ের একটা আঘাত নিয়ে ভুগছিলেন। স্থানীয় এক হাসপাতালে সে পায়ের অপরেশন করালে তার পায়ে পচন ধরে। তখন সে উন্নত চিকিৎসার জন্য নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়।সেখানে চিকিৎসক বলেন তার ডায়বেটিস অনেক বেশি এবং তার পায়ে আবার অপরেশন করতে হবে। চিকিৎসকের পরামর্শে মোসলিম উদ্দিনের পায়ে অপরেশন করা হয় । অপরেশন করার পর দেশে যাওয়ার জন্য টিকিট করা হয়। ২ই আগস্ট সোমবার দেশের যাওয়ার জন্য নামপুলা বিমান বন্দরে গেলে কেনিয়া এয়ারলাইন্স তার পায়ে ব্যান্ডেজ দেখে তার ফ্লাইট বাতিল করে দেয়। ফ্লাইট বাতিল করে দিলে পুনরায় এ্যামিরেটস এয়ারলাইন্সে ৫ আগস্টের জন্য টিকেট করা হয়। পরে বাসায় ফিরে আসলে তারপরের দিন শ্বাস কষ্ট বেড়ে মৃত্যু হয়। মোসলিম উদ্দিন সিকদার এর বাড়ি চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলা সরল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মিনজিরিতলা গ্রামে।