Search
Close this search box.
Search
Close this search box.

সাউদার্ন ইউনিভার্সিটির লিগ্যাল ল কুইজে সেরা প্রতিযোগি বাঁশখালীর নুসরাত

বাঁশখালী এক্সপ্রেস- সাউদার্ন ইউনিভার্সিটির মোর্ট কোর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ল লিগ্যাল কুইজে সেরা প্রতিযোগি নির্বাচিত হয়েছেন বাঁশখালীর মেয়ে নুসরাত জাহান তন্বী। এই প্রতিযোগিতায় তিন সদস্য নিয়ে প্রতিনিধিত্ব করে তার দল ‘ওয়ারিয়র্স’। তার সেরা প্রতিযোগি হওয়ার পাশাপাশি এই প্রতিযোগিতায় রানার্সআপ হয় তার প্রতিনিধিত্বকারী দল ‘ওয়ারিয়র্স’। বৃহস্পতিবার (১২ আগষ্ট) অনলাইন প্লাটফর্মে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়।

নুসরাতের প্রতিনিধিত্বকারী দল ওয়ারিয়র্সের অন্য দুই সদস্য হলেন- সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাবিহা সুলতানা ও বিবি আয়েশা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সেরা হওয়ার অনুভূতি জানতে চাইলে নুসরাত জাহান বলেন, ‘পাঠ্য বইয়ের বাইরে এমন মেধা চর্চা আমাদের ভবিষ্যৎ পথকে আরও আলোকিত করবে৷ আমাদেরকে এধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে নিজেদের প্রতিভাগুলোকে ব্যবহারের সুযোগ করে দেয়ার জন্য সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ মোর্ট কোর্ট সোসাইটিকে ধন্যবাদ জানাই৷ এই সাফল্যের পুরো কৃতিত্ব আমার দলের সদস্যদের। ধন্যবাদ জানাই আমাদের আইন বিভাগের শিক্ষক খাদিজাতুল কোবরা মারিয়া ম্যামকে, আমাদের টিমের খবর প্রতিনিয়ত নিয়েছেন এবং উৎসাহ দিয়ে গেছেন।’

উল্লেখ্য, নুসরাত জাহান তন্বী বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদারের কন্যা।

আরও পড়ুন  পাঁচ মাসেই কোরানে হাফেজ