Search
Close this search box.
Search
Close this search box.

মা-মেডিসিন সেন্টার’র শুভ উদ্বোধন

বাঁশখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত গুনাগরি এ-গণি প্লাজায় গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হয়ে গেল দেশী -বিদেশী বিভিন্ন স্বনামধন্য মেডিসিন কোম্পানির মেডিসিন সরবরাহকারী প্রতিষ্ঠান মা-মেডিসিন সেন্টারের । বেলা এগারোটার দিকে খতমে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধন এর প্রথম অধিবেশন শুরু হয়। এরপর বিকাল তিনটায় অনুষ্ঠানের উদ্বোধন হয়। বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি এডভোকেট আ ন ম শাহাদাত আলম ফিতা কেটে প্রতিষ্টানটির আনুষ্টানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অডিট অফিসার আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আজিম উদ-দৌলা চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন সদর আমিন হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন,সাবেক ইউপি সদস্য আমির হোসেন বাবুল, মেডিকেল অফিসার ডাঃ- মিনহাজুল মিজান, ডাঃ- হামিদ ,ডাঃ- সৌরভ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান অর্ণক, মাস্টার আবু নোমান, ৫নং কালীপুর ইউনিয়নের নব নিযুক্ত সচিব মোঃ-আলাউদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম, সমাজ সেবক মোঃ- আমিন পাঁচ নং কালীপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ আরো অনেকেই। মা- মেডিসিন এর প্রোপাইটর আনোয়ারুল আজিম জানান, দেশী -বিদেশী সকল প্রকার ঔষধের পাইকারী ও খুচরা সরবরাহের পাশাপাশি তারা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে নিয়মিত রুগী দেখার ব্যবস্থাও রেখেছেন। তাছাড়া বিভিন্ন মেডিকেল সামগ্রী যেমন,নেবুলাইজার মেশিন,ডায়াবেটিস পরিমাপের মেশিন,প্রেশার পরিমাপের মেশিন,কোমরের বেল্ট সহো আরো বিভিন্ন মেডিকেল যন্ত্রাংশের সরবরাহ থাকছে তাদের আয়োজনে। (বিজ্ঞপ্তি)

আরও পড়ুন  মধ্যরাতে ইউনিয়ন ব্যাংকের কম্বল বিতরণ