হিমেল বাপ্পা
জরিমানা করা পোল্ট্রি ফার্ম দুটি হচ্ছে মেসার্স ঝিনুক পোল্ট্রি এন্ড নবায়ন প্রকল্প এবং মেসার্স ঝিনুক পোল্ট্রি-২।
পরিবেশে ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারায় এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হলো।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, পোল্ট্রি ফার্মের বর্জ্য শঙ্খ নদীতে ফেলায় এ দুটি প্রতিষ্ঠানকে নয়লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আনাদায়ে এ দুটি পোল্ট্রি ফার্মের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করবে পরিবেশ অধিদপ্তর।
উল্লেখ্য পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনের মালিকানাধীন পোল্ট্রি খামারের বর্জ্য শঙ্খ নদীতে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। এছাড়া তার খামারের বর্জ্যের গন্ধে এলাকা দূষণ করার কারণে বেশ কয়েকবার মানব্বন্ধনও হয়েছিল।