Search
Close this search box.
Search
Close this search box.

পুইছড়িতে কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ইফতার আয়োজন

বাঁশখালী উপজেলার অন্তর্গত ১১নং পুইছড়ি ইউনিয়নের আওতাধীন বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের ইফতার আয়োজন ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার (১১মে) শামিম উল্লাহ আদিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আবুল হাসনাত, মিনি ল স্কুলের প্রতিষ্ঠাতা, রায়হান সোবহান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রুহুল্লাহ বেলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ সিরাজুদ্দৌলা, রিয়াজ উদ্দিন, আরকান উদ্দিন, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, শিল্পী আয়ুব হেলালি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রোগ্রাম ব্যসস্থাপনায় দায়িত্ব ছিলেন- বাঁশখালী ছাত্র সংস্থা পুইছড়ি সভাপতি শাহাদাত ইসলাম, পুইছড়ি জ্ঞান চর্চা পাঠাগার কার্যকরী সদস্য শাহাদাৎ হোসেন, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ ফয়সাল প্রমুখ।

বক্তারা আগামী আলোকিত পুইছড়ি ইউনিয়ন গঠনে শিক্ষিত সমাজের ভুমিকা এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, একে অপরের বিপদে আপদে সারথি হয়ে থাকবেন সেটা ব্যক্ত করেন। পুইছড়িকে মাদকমুক্ত করতে গ্রাজুয়েট স্টুডেন্ট সকলের কাছে গণসচেতনতা বৃদ্ধি করতে প্রত্যায় করেন।

আরও পড়ুন  বৈলছড়ী নজমুন্নেছা এক্সপ্রেস-১৩ এর ইফতার আয়োজন