Search
Close this search box.
Search
Close this search box.

মিরসরাইয়ে বিএনপি নেতা হত্যা : গ্রেপ্তার ২

মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপি নেতা কবির আহম্মদ সওদাগর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তারা হলেন- কামাল উদ্দিন (৩২) ও মো. সাঈদ (৩০)। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কামাল উদ্দিন ও মো.সাঈদকে রাজধানী থেকে র‌্যাব-১ ও ৭ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভাস্থ হিঙ্গুলী মার্কেটে নিজ দোকানে হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি কবির আহম্মদ সওদাগরকে হত্যা করা হয়। ওই রাতে নিহতের ছেলে দিদারুল আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন  লিচুর কাঙ্ক্ষিত ফলন হয়নি এবছর