Search
Close this search box.
Search
Close this search box.

বাহারচরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পানিতে ডুবে মোহাম্মদ রামিম নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম ইলশা গ্রামের মদিনা বর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু রামিম ঐ বাড়ির মহিউদ্দিনের সন্তান।
আরও পড়ুন  উত্তর বাহারচরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আরও পড়ুন  ছনুয়াতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু; এলাকায় শোকের ছায়া

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে রামিম বাড়ির উঠানে খেলার সময় রামিম দুর্ঘটনাক্রমে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন এবং কিছুক্ষণ পরে পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করলে দেখা যায় ইতপূর্বে মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মনজুর আহমদের জানান, ইদানীং বাঁশখালীতে প্রতিদিন পানিতে ডুবে শিশু মৃত্যুর পরিমান বৃদ্ধি পাচ্ছে। আজ আমার ওয়ার্ডের মহিউদ্দিন এর ৪ বছর বয়সী শিশু সন্তানটি মারা গেল।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মজনু মিয়া জানিয়েছেন, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। বিকেলে জানাজা শেষে শিশুটির লাশ দাফন করা হয়।