Search
Close this search box.
Search
Close this search box.

শ্বশুরকে হত্যা করল মেয়ের জামাই

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুদ্দুস শেখ (৬৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পেছনে নিহত কুদ্দুস শেখের মেয়ে জামাইকে সন্দেহ করছে তার পরিবার।

স্থানীয়রা জানায়, কুদ্দুস শেখ কৃষি কাজের পাশাপাশি রঙের কাজ করতেন। আজ মুসল্লিরা ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তার মরদেহ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এসময় তার পাশে একটি জ্যাকেট, ছুরি এবং স্যান্ডেল ছিল। তার শরীরে ছুরির আঘাত ছিল।

নিহতের ছেলে মো. জাবেদ শেখ বলেন, বাবা বাড়ি থেকে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিল। যাওয়ার পথে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউদ্দিন খান বলেন, নিহত কুদ্দুস শেখের মেয়ে জামাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পরিবারের। কারণ ঘটনাস্থলে নিহতের জামাইয়ের জ্যাকেট পাওয়া গেছে।

 

আরও পড়ুন  বাঁশখালী জলকদর খাল কবে উন্মুক্ত হবে?