Search
Close this search box.
Search
Close this search box.

জয়পুরহাট সীমান্ত থেকে আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন মল্লিকের (প্রতাপ মল্লিক) ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর ছেলের নাম সোহান মল্লিক। গতকাল বুধবার সন্ধ্যা পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোহান হাকিমপুর পৌর শহরের উত্তর বাসুদেবপুর সিপি রোড মহল্লার বাসিন্দা। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে ‘লাগেজ পার্টির’ সদস্য হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন দিয়ে আসাদুজ্জামান নূর ওরফে সূর্য (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামের দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামান নূরের বড় ভাই মো. সুজন বাদী হয়ে ১৯ আগস্ট সকালে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ওই মামলায় আরও ৯০–১০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান প্রথম আলোকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার তদন্তের পর সংশ্লিষ্টতা আসায় সোহান মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় এ পর্যন্ত ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন  ছাত্রলীগ নেতা তুহিন নওগাঁয় গ্রেপ্তার