Search
Close this search box.
Search
Close this search box.

পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ মুনির হোসেন গণমাধ্যমেকে বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মির্জাগঞ্জ উপজেলা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর ফরাজিকে আটক করে যোৗথবাহিনীর সদস্যরা। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন  অন্ধ মিরাজুল, ১৪ বছর ধরে শেখাচ্ছেন কোরআন