Search
Close this search box.
Search
Close this search box.

পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।খেলাটি আয়োজন করেন প্রাক্তন ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ নভেম্বর)বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত নগরীর নুরনগর আবাসিক এলাকায় একটি টার্পে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী অবসরপ্রাপ্ত মেরিন অফিসার মনজুরুল হক চৌধুরী,বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আনছার উদ্দীন,রাজনীতিবিদ সাদুর রশিদ চৌধুরী ,এডভোকেট মিজান,ফোরকানুল ইসলাম ও শিক্ষক আব্বাস সহ প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে এস.এস.সি ২০০৯ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচ পর্যন্ত মোট ১৬টি দল অংশগ্রহণ করে।সেখান থেকে ২০২০ ব্যাচ ৪-০ গোলে ২০১৩ ব্যাচ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এ সময় বিজয়ী দলকে প্রথম পুরস্কার একটি চ্যাম্পিয়ন ট্রপি ও পরাজিত দলকে ১টি রানার্সআপ ট্রপি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

আরও পড়ুন  চোখের আলো ফিরিয়ে দেয়ার নিরব কর্মযজ্ঞ