Search
Close this search box.
Search
Close this search box.

১৭ জানুয়ারী শুরু হচ্ছে আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি টুর্নামেন্ট

সাবেক মন্ত্রী পরিষদের সদস্য, বাঁশখালী থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর স্মৃতিতে, গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি অলম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫। গুনাগরী খাসমহল থেকে ১ কি.মি পশ্চিমে, লাভুর দোকান সংলগ্ন মাঠে আগামী ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই খেলায় চ্যাম্পিয়ন দল পাচ্ছে ২৫,০০০ টাকা প্রাইজ মানি ও আকর্ষনীয় ট্রফি, রানার্সআপ দল ১৫,০০০ টাকা প্রাইজ মানি ও আকর্ষনীয়। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ৩০০০ টাকায় এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে।

  • অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলী:-
    খেলোয়াড় সংখ্যা ৫ জন অতিরিক্ত ২জন।
  • অভিজ্ঞ রেফারী দ্বারা খেলা পরিচালনা করা হবে।
  • নক আউট পদ্ধতিতে খেলা পরিচালনা করা হবে।
  • জার্সি, বল এবং বুট বাধ্যতা মূলক আনতে হবে।
  • অন্যথায় ২০০ টাকা জরিমানা দিতে হবে।
  • রেফারি ও কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
  • খেলা শুরু হবার ৩০ মিনিট আগে মাঠে উপস্থিত থাকতে হবে।
  • প্রতি খেলায় মাঠ ফি ২৫০ টাকা
  • হলুদ কার্ড ২০০/- লাল কার্ড ৩০০/- জরিমানা করা হবে।
  • খেলা শুরু আগে কার্ডের টাকা কমিটিকে অগ্রিম জমা দিতে হবে।
  • এক দলের খেলোয়াড় অন্যদলে খেললে ৩০০/- টাকা জরিমানা করা হবে।

আরো জানতে যোগাযোগ :
আয়োজক কমিটির পক্ষে চৌধুরী হাসান প্রতিষ্ঠাতা গুনাগরী সেভেন স্টার স্পোর্টিং ক্লাব, ✆০১৮৫৭-১৭২৩০৪

আরও পড়ুন  জাতীয় ওলামা মাশায়েক ইমাম পরিষদ চট্টগ্রাম মহানগরীর পুনর্মিলনী সম্পন্ন