1. admin_system_wp@banshkhaliexpress.net : Test User : Test User
  2. banshkhaliexpress@gmail.com : বাঁশখালী এক্সপ্রেস : বাঁশখালী এক্সপ্রেস
  3. maxoverstend@hotmail.com : maxoverstend :
  4. rahimsaikatlive@gmail.com : রহিম সৈকত : রহিম সৈকত
বাঁশখালী পাচ্ছে টেকনিক্যাল স্কুল ও কলেজ | বাঁশখালী এক্সপ্রেস
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী পাচ্ছে টেকনিক্যাল স্কুল ও কলেজ ডা. পিসি পাল-এর নাগরিক সংবর্ধনা ১৮ জুলাই সাদ্দামের “CPR” বাঁচালো সাড়ে তিন বছরের শিশু ছেলের ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব কারাগারে কন্যাসন্তান জন্মে ‘অসন্তোষ’: শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে পাঠালেন ইট ও মাটির গুঁড়ো বাঁশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু মির্জাখীল দরবার শরীফে পবিত্র ঈদুল আযহা শুক্রবার জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এ চ্যাম্পিয়ন বাঁশখালীর এস.এম. ইশমাম চৌধুরী শ্রেণী বৈষম্যহীন সমাজের স্বপ্নদ্রষ্টা; গণমানুষের নেতা অধ্যাপক আসহাবউদ্দীন আহমদ বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন, চবির উদ্যোগে বাঁশখালীতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার

বাঁশখালী পাচ্ছে টেকনিক্যাল স্কুল ও কলেজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বাঁশখালীতে ‘ বাঁশখালী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ’ স্থাপনের জন্য ৩.০০ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৭০ নং মৌজাস্থ নাপোড়া এলাকায় ‘বাঁশখালী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ’ স্থাপনের জন্য ৩.০০ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

২৫ জুন ২০২৫ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান প্রকৌশলীর কার্যালয় হতে প্রেরিত চিঠিতে (স্মারক নম্বর: ৫৭.০১.০০০০.০৮২.০৮৩.১৯.১০.৭১.৫৭১) উল্লেখ করা হয়েছে যে, “উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়)” প্রকল্পের অধীনে ‘বাঁশখালী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ’ স্থাপনের জন্য প্রস্তাবিত ৩.০০ একর ভূমি অধিগ্রহণের বিষয়টি অনুমোদন প্রদান করা হয়েছে।

ভূমি অধিগ্রহণের এই প্রস্তাবটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করে জমা দেওয়া হয়েছিল। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ভূমি অধিগ্রহণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এটি অনুমোদিত হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, উক্ত ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ সংক্রান্ত চিঠির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরসমূহ, বিশেষ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বাঁশখালী ও আশেপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি গঠনের মাধ্যমে স্থানীয় উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র:
চিঠির স্মারক নং,৫৭.০১.০০০০.০৮২.০৮৩.১৯.১০.৭১.৫৭১
প্রেরক: মোঃ সামছুল ইসলাম, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), প্রধান প্রকৌশলীর কার্যালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2024 Banshkhali Express
Theme Customized By BreakingNews