মো. ইমন, বাঁশখালী (চট্টগ্রাম)◾চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আস্করিয়া নতুন পাড়ায় ঘরের ভেতর খেলতে গিয়ে সাপের কামড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম হাদিকা সোলতানা নুসরাত। সে স্থানীয় বাসিন্দা মুহাম্মদ জাকের হোছেনের একমাত্র কন্যা।পরিবারের বরাত দিয়ে জানা যায়, ঘটনার সময় শিশু হাদিকা ঘরের একটি কক্ষে মোবাইলের চার্জার নিয়ে খেলছিল। পাশেই রান্নাঘরে ছিলেন তার মা। হঠাৎ ধানের বস্তা ও আলনার ফাঁক গলে একটি বিষধর সাপ বের হয়ে হাদিকার বাঁ পায়ের মধ্যমা আঙুলে ছোবল মারে। হাদিকা ‘আম্মু’ বলে চিৎকার করলে মা দৌঁড়ে এসে দেখেন সাপটি ঘরের বাঁশের খুঁটিতে প্যাঁচিয়ে আছে।তাৎক্ষণিকভাবে শিশুটিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাদিকার বাবা জাকের হোছেন বলেন, “আমার মেয়েটি ঘরের ভেতর খেলছিল। হঠাৎ সাপ কামড় দেয়। দ্রুত হাসপাতালে নিলেও বাঁচানো গেল না।” পরদিন শনিবার স্থানীয় কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।