• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চলে গেলেন বাঁশখালীর কৃতি সন্তান শায়খুল হুফফাজ আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেব দা.বা

রিপোর্টার নাম: / ১১৪ শেয়ার
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রহিম সৈকত ◾

চলে গেলেন বাঁশখালীর ভাদালিয়ার কৃতি সন্তান, শায়খুল হুফফাজ আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব (দা.বা.)। তিনি চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুহিউসসুন্নাহ মাদরাসার পরিচালক, তালিমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রামের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা সংস্থার সভাপতি এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন।

১৯৬১ সালের ৫ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী থানার ভাদালিয়া গ্রামে এক ধর্মপরায়ণ পরিবারে জন্ম নেন তিনি। ছোটবেলায় পিতৃহারা হয়ে জীবন শুরু করেন সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে। প্রাথমিক শিক্ষা নিজ গ্রামে, পরে পাহাড়তলী মুহাম্মদীয়া মাদরাসা ও নাজিরহাট বড় মাদরাসায় শিক্ষাজীবন সম্পন্ন করেন। দারিদ্র্য ও কষ্ট তাঁকে কখনো থামাতে পারেনি, বরং আরও উজ্জ্বল করেছে তাঁর জীবনপথ।শিক্ষকতা শুরু করেন পাহাড়তলী মুহাম্মদীয়া মাদরাসায়, পরে রাউজানের মদুনাঘাট ইউনুছিয়া ও নাজিরহাট বড় মাদরাসায় শিক্ষকতা করেন। এরপর নিজ হাতে গড়ে তোলেন তালিমুল কুরআন কমপ্লেক্সসহ অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান। আলেম-উলামা তৈরির পাশাপাশি তিনি সমাজ গঠনে ভূমিকা রাখেন একজন দূরদর্শী চিন্তাবিদ ও সংগঠক হিসেবে।

নিজের সম্পদ, সময়, শ্রম সবই তিনি ব্যয় করেছেন দ্বীনের খেদমতে। তাঁর নিজের নামে কোনো সম্পদ ছিল না—সবই ছিল মাদরাসা, মসজিদ ও ছাত্রদের জন্য উৎসর্গীকৃত।তিনি প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম ও অন্যান্য জেলায় তালিমুল কুরআন কমপ্লেক্সের একাধিক শাখা। পাশাপাশি গড়ে তোলেন প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন, ইমাম ও খতীব ফাউন্ডেশন, আন্তর্জাতিক হাফেজে কুরআন সংস্থা, যাকাত ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন। এসবের মাধ্যমে তিনি দেশব্যাপী আলেম গড়ার পাশাপাশি সমাজ উন্নয়ন, মাদক ও জঙ্গিবাদবিরোধী সচেতনতা, রোহিঙ্গা ত্রাণ, নওমুসলিম পুনর্বাসন, দাওয়াতি কার্যক্রমে অসামান্য ভূমিকা রাখেন।

তাঁর উদ্যোগে প্রতিবছর হজযাত্রী সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, সামাজিক সম্মাননা, হারাম শরীফে বাংলা ভাষার প্রচলন, দুঃস্থদের পুনর্বাসন, এবং আলেমদের ঐক্যের জন্য সম্মেলনের আয়োজন করা হতো। এছাড়াও কাতারে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ, মসজিদে সমস্যার সমাধানে পুস্তক রচনা, মিডিয়ায় ইসলাম প্রচারে ‘বাংলাদেশ কওমি বার্তা’ প্রকাশসহ বহুমাত্রিক অবদান রেখে গেছেন।মাওলানা তৈয়ব সাহেব ছিলেন একাধারে আলেম, শিক্ষাবিদ, সংগঠক ও সমাজহিতৈষী। তাঁর ত্যাগ-তিতিক্ষা ও কর্মমুখর জীবন আজীবন প্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?