চট্টগ্রামের চন্দনাইশে আগামী ৬ রবিউল আউয়াল (৩০ আগস্ট, শনিবার) সকাল ৮টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ আয়োজিত ঐতিহাসিক সমাবেশ ও জশনে জুলুস।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে এ জশনে জুলুসটি চন্দনাইশ সাতঘাটিয়া পুকুর পাড় হযরত শাহ সুফী আলী রজা ও একরাম শাহ রজায়ী (রহ.) এতিমখানা প্রাঙ্গণ থেকে শুরু হবে। এ জুলুসে নেতৃত্ব দেবেন আনোয়ারা ওষখাইন বিশ্ব নুর মঞ্জিল ও রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আলহাজ মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (ম.জি.আ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নুরী (ম.জি.আ)। এছাড়া উপস্থিত থাকবেন অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী (ম.জি.আ), আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী (ম.জি.আ), চন্দনাইশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারকীসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে মিলাদ-কিয়াম পরিচালনা করবেন মাওলানা মুহাম্মদ কামরুদ্দীন নূরী এবং মোনাজাত করবেন ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদাশীন শাহজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী। স্বাগত বক্তব্য ও শুকরিয়া জ্ঞাপন করবেন শাহজাদা মোহাম্মদ ইমাম উদ্দিন রজায়ী।
পবিত্র এ সমাবেশ ও জশনে জুলুসে দলে দলে যোগদান করে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর রেজামন্দি হাসিল করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।