ইসলামী ব্যাংক থেকে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক ও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কর্মী অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “কাউকে চাকরি দিতে না পারেন অসুবিধা নেই, কিন্তু নিরপরাধ কারো চাকরি কেড়ে নিয়ে বেকার করবেন না। আমার দক্ষিণ চট্টগ্রামের ঘরে ঘরে কান্নার শব্দ দীর্ঘ হচ্ছে, এই কান্নার শব্দ বন্ধ করতে হবে। মজলুমের ফরিয়াদ ও কান্না সব ভিত নাড়িয়ে দেবে, সুতরাং সাবধান।”
মহসিন তাঁর পোস্টে হাদিস ও কোরআনের উদ্ধৃতি তুলে ধরে জুলুম থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “হে আমার বান্দা, আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি। অতএব, তোমরা একে অপরের ওপর জুলুম কোরো না।” (মুসলিম, হাদিস: ৬৭৩৭)।
তিনি আরও উল্লেখ করেন, “তিন ব্যক্তির দোয়া ফেরত আসে না— রোজাদারের ইফতারের সময়ের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া। আল্লাহ তাআলা এসব দোয়া মেঘমালার ওপরে তুলে নেন এবং আসমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, ‘আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব।’”
এ ছাড়া তিনি ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এক হাদিস উদ্ধৃত করে লেখেন, “নবী (সা.) যখন মুআজ (রা.)-কে ইয়েমেনে পাঠান তখন তাকে বলেন, মজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা তার ফরিয়াদ ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না।” (বুখারি, হাদিস: ২৪৪৮)।
