চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) দপ্তর সম্পাদক পদপ্রার্থী বাঁশখালী পৌরসভার সন্তান সাঈদ নাঈম মুহাম্মদ আসিফ। দপ্তর সম্পাদক পদে তার ব্যালট নম্বর ১৬। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আই.ই.আর) স্নাতক ৪র্থ বর্ষে অধ্যায়নরত আছেন।
আসিফ পৌরসভার ৩নং ওয়ার্ড নিবাসী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুছের মেজ ছেলে। বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন সংগঠনে দীর্ঘদিন দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে অন্য সবার চেয়ে আলাদা রাখছে। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সহ-প্রতিষ্ঠাতা এবং বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি।
বিশ্ববিদ্যালয়ে তার বিস্তৃত নেটওয়ার্ক, সদাচরণ ও বিনয়ী ভাব, শিক্ষার্থীদের বিপদে ঝাপিয়ে পড়াকে অন্যতম শক্তি হিসেবে দেখছেন তার ডিপার্টমেন্টের বন্ধু রিয়াজুল ইসলাম। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শোয়াইবুল ইসলাম বলেন “ডিপার্টমেন্ট ও বৃহত্তম চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের কাছে তার ভালোই গ্রহণযোগ্যতা রয়েছে, তা কাজে লাগাতে পারলে তিনি বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য তিনি ব্রেইল পদ্ধতিতে লিফলেট ছাপিয়েছেন। এক প্রশ্নের জবাবে আসিফ বলেন – “প্রশাসন ও ছাত্র সংসদের কার্যাবলির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার অন্যতম অঙ্গীকার। এছাড়াও নিয়মিত চাকসু নির্বাচন আয়োজন করতে আমি বদ্ধপরিকর।”