আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচনে দে.বেগম খালেদা জিয়া হল সংসদে সমাজসেবা,পরিবেশ এবং মানবাধিকার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঁশখালীর মেধাবী কন্যা পূর্ণিমা রাধে।
সে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। শিক্ষাজীবনে একাডেমিক পড়াশোনার পাশাপাশি গোল্ড মেডালিস্ট ডিবেটর,বিএনসিসির ক্যাডেট হিসেবে সামরিক প্রশিক্ষণ সহ এক্সটা কারিকুলাম এ্যাক্টিভিটিসে অসংখ্যবার সংবর্ধিত এবং পুরস্কৃত।
ভোটারদের প্রতি মেসেজ থাকবে, তাদের মূল্যবান ভোট প্রার্থীর যোগ্যতা এবং ব্যক্তিত্বকে বিবেচনা করে প্রদান করেন। শুধু প্যানেল কিংবা সংস্থা দেখে ভোট প্রদান করলে চাকসু নির্বাচন ব্যর্থ হয়ে যাবে। বিজয়ী হলে আমি সাধারণ শিক্ষার্থীদের কন্ঠস্বর হয়ে কাজ করতে চাই। কারণ Service to humanity is my passion. আমার ইশতেহারসমূহ :
১.গণরুম প্রথা নিরসন এবং ডাবলিং সিট বাতিলকরণ ২.নামাজ রুম সংস্কারের পাশাপাশি সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য পৃথক উপাসনাকক্ষ স্থাপন ৩.অস্বচ্ছল,প্রতিবন্ধী, দূরবর্তী, মা শিক্ষার্থীদের জন্য আবাসন এবং শিক্ষা সহায়তার ব্যবস্থা গ্রহণ
৪.নিরাপদ খাদ্য, নায্য মুল্য এবং গুণগত মান নিশ্চিতকরণ
৫.ব্লকে Ragging এর বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সুদৃঢ় অবস্থান
৬.ফলাদি, ঔষধি বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠন
৭.প্রত্যেক শিক্ষার্থীর সমান সুযোগ এবং অধিকার প্রতিষ্ঠা।
প্রকৃতির রক্ষা, অধিকারে ভরসা। চাকসু হোক ন্যায়ের ভাষা।