চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইফতেখার হোছাইন। তাঁর ব্যালট নাম্বার ১০।
ইফতেখার হোছাইন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার সন্তান। তিনি শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচনী প্রচারণায় ইফতেখার হোছাইন বলেন, “চাকসু হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার প্রতিফলন। আমি চাই শিক্ষার্থীদের মতামত ও সমস্যাগুলো যেন প্রশাসনের কাছে পৌঁছায় এবং তার সমাধান হয়। আমি সেই সেতুবন্ধন হতে চাই।”
সহপাঠীরা জানান, তিনি একজন পরিশ্রমী, ইতিবাচক ও নির্ভরযোগ্য নেতৃত্বের প্রতীক।
তাঁরা, চাকসু নির্বাচনে ব্যালট নাম্বার ১০-এ কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে ইফতেখার হোছাইন-এর জন্য শিক্ষার্থীদের সমর্থন কামনা করেছেন।