১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ৭৯তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত তরুণ আইনবিদ ও লেখক সাইমন সৈয়দ চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন। মেডিক্যাল ও ভ্যারিফিকেশনের সব ধাপ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ২৭ নভেম্বরের গেজেটে নিজের নাম না দেখে হতবাক হন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইমন দীর্ঘদিন ধরে বিজেএস ও আইনচর্চা বিষয়ে বই লিখে তরুণ আইনজীবীদের সহায়তা করে আসছেন। জুলাই আন্দোলনের সময় আটক শিক্ষার্থীদের বিনা ফিতে আইনি সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।
২০২৪ সালের লিখিত ও ২০২৫ সালের মৌখিক পরীক্ষার পর কমিশন ১০২ জনকে সুপারিশ করে। তবে গেজেটে নিয়োগ দেওয়া হয়েছে মাত্র ৮৮ জনকে, ১৩ জনকে কোনো কারণ ছাড়াই বাদ রাখা হয়েছে—যার মধ্যে রয়েছেন সাইমনও।
নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন,“আমার নামে কোনো মামলা নেই, রাজনৈতিক সম্পৃক্ততাও নেই। হঠাৎ করে কেন বাদ দেওয়া হলো বুঝতে পারছি না।”
তিনি আরও জানান, গেজেটে নাম না থাকায় তার ৮৬ বছর বয়সী মা অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি আরো বলেন “আমি রিভ্যারিফিকেশন চাই না, বাকিদের সঙ্গে ১ তারিখেই যোগ দিতে চাই।”
