Search
Close this search box.
Search
Close this search box.

বাশঁখালীতে সংশপ্তক পীস প্রকল্পের সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

বাশঁখালীতে সংশপ্তক পীস প্রকল্পের উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
উগ্রবাদ,প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের  দেশপ্রেমে উদ্ভোদ্ধ হয়ে  ও যথাযথ দায়িত্বশীল কার্যক্রম পরিচালনা করতে হবে । উগ্রবাদ মুক্ত  স্বদেশ বিনির্মানে অবদান রাখতে হবে । কমিউনিটি পুলিশ ফোরামের সক্রিয় অংশগ্রহন ও সমন্বয়ের মাধ্যমে সমাজে  একটি সুন্দর এবং শান্তি পূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে- সংশপ্তক  পিস প্রকল্পের আয়োজনে   “উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন বাশখালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী । বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক কর্তৃক দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলার আওতাধীন  বাশখাঁলী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালী, কর্ণফূলী উপজেলা ও সংশ্লিষ্ট থানায় বাস্তবায়িত সংশপ্তক – পিস প্রকল্পের আয়োজনে “উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” ২১ সেপ্টেম্বর  বাশখালী  অফিসার্স ক্লাব কনফারেন্স হল  চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশখালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী । প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাশঁখালী থানার কমিউনিটি পুলিশিং অফিসার আকতার হোসাইন । তিনি কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রমে সহযোগিতা করার জন্য সংশপ্তক ্এর ভূয়সী প্রশংসা করেন এবং দি এশিয়া ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন । তিনি বাশঁখালী থানায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো বেশী জোরদার করার বিষয়ে ওসি মহোদয়ের পক্ষে আশ্বাস প্রদান করেন । সংশপ্তকে পিস প্রকল্পের সংশপ্তক-পিস প্রকল্পের  প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমে ফ্যাসিলিটেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দি এশিয়া ফাউন্ডেশন ,বাংলাদেশ এর চট্টগ্রামে নিয়োজিত প্রোগ্রাম অফিসার মোঃ নাসির উদ্দিন, সংশপ্তক-পিস প্রকল্পের  প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান, সংশপ্তক পিস প্রকল্পের ট্রেনিং এন্ড প্রজেক্ট অফিসার শবনম মোস্তারী,বাশঁখালী উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুদ্দিন চৌধুরী । সংশপ্তক-পিস প্রকল্পের বাশঁখালী উপজেলা সমন্বয়কারী মোঃ সাইফুদ্দিন চৌধুরীর সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন  সংশপ্তক-পিস প্রকল্পের  প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমান।   প্রশিক্ষণে বাশঁখালী  উপজেলার  ১১ নং পুইঁছড়ি  ইউনিয়নের ১নং ওয়ার্ড, ৯ নং শীলকূপ  ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং ৬নং বৈলছড়ি ৭ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং ফোরামের ২৫ জন সদস্য (১৯ জন পুরুষ ৬ জন মহিলা )অংশগ্রহণ করেন।

আরও পড়ুন  তৈলারদ্বিপ সেতুর টোল প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন