Search
Close this search box.
Search
Close this search box.

তিতুমীর কলেজ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের অন্যতম সরকারি তিতুমীর কলেজ বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির আহবায়ক হিসেবে তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর বিল্লাহ ও সদস্য সচিব হিসেবে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরমান উল্লাহ, সোহেল আফনান, তোফাজ্জল হোসেন, সাহেদ ইসলাম ও আরিফুর ইসলামসহ কমিটিতে ৫ জনকে যুগ্ম আহবায়ক এবং ৩৪ জনকে সদস্য পদে দায়িত্ব দেয়া হয়েছে।

নবনির্বাচিত আহবায়ক তানভীর বিল্লাহ বলেন, বৃহত্তর চট্টগ্রাম (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) থেকে রাজধানীর তিতুমীর কলেজে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। সকলের কল্যাণে সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব। ২০১৮ সালে প্রতিষ্ঠার সূচনা থেকেই তিতুমীর কলেজ বৃহত্তর চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের প্রতিটি কাজের সাথে সংযুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। আমাকে আহবায়ক হিসেবে নির্বাচিত করার জন্য উপদেষ্টা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আর বলেন, আমি যতদিন থাকবো যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব। তিতুমীর কলেজ অনেক বড় প্রতিষ্ঠান, দায়িত্বও অনেক, বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।

সংগঠনটির নবনির্বাচিত সদস্য সচিব কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উপদেষ্টা মন্ডলী, অগ্রজ ও অনুজ যারা আমাকে ভরসা করে একটা বড় দায়িত্ব কাঁধে দিয়েছেন। বৃহত্তর চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম শহর। অনেক ইতিহাস আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথারীতি পালন করার চেষ্টা করব। বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ হবে একটি পরিবার। যেখানে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ থাকবে, যেকোনো বিপদ, আর্থিক সমস্যাসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করবো।

আরও পড়ুন  স্বপ্নচুড়ার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন