অঙ্গীকার ক্লাব বাঁশখালীর উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার (১২ই মে) পূর্ব বৈলগাঁও বাইন্ন্যাদিঘী শাহী জামে মসজিদে ক্লাবের সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সহ সভাপতি ছমিউদ্দীন রুবেলের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব আব্বাস উদ্দীন আহমেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব সালাউদ্দিন সাকিব, পূর্ব বৈলগাঁও শাহী জামে মসজিদের সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম, অঙ্গীকার ক্লাবের উপদেষ্টা ঈসা খান লিপু, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ সোহেল, সিনিয়র সহ-সভাপতি তারেক উল্লাহ্, সহ-সভাপতি ছমিউদ্দিন রুবেল, যুগ্ম-সম্পাদক শরিফুল হক জেকি, যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মুছিহুল হক, উপ প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ এহসান, শিক্ষা সম্পাদক রকিবুল হাসান, অর্থ সম্পাদক রাহাত হোসাইন, সহ-অর্থ সম্পাদক মনিরুল ইসলাম তারেক, ক্রীড়া সম্পাদক আনসারুল হক রকি, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, ও কার্যকরী সদস্য বোরহান উদ্দীন প্রমুখ।
অতিথিরা বলেন, রমজান মাসের ফজিলত ও সমাজ উন্নয়নে তরুন ছাত্রসামাজের অবদান ও দায়িত্ব কর্তব্য উল্লেখ করে ক্লাবের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
পরিশেষে, অত্র ক্লাবেত সভাপতি আবদুল আউয়ালের সমাপনী বক্তব্যে এলাকাবাসীকে সামাজিক কর্মকান্ডে পাশে থাকার আশা ব্যাক্ত করে এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।