• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজ চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গ্রন্থ প্রকাশনা উৎসব

রিপোর্টার নাম: / ৪৫ শেয়ার
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আজ ২৩ অক্টোবর ২০২২ইং রবিবার, বিকাল ৩ ঘটিকায় “চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে” মাওলানা মুহাম্মদ আবদুল মজিদ রচিত ও সংকলিত গ্রন্থ “মাইজভান্ডারী ত্বরিকা ও খলিফায়ে গাউসুল আজম হযরত শাহসূফি মাওলানা ওবাইদুল হাকিম শাহ (রহ:)-এর সংক্ষিপ্ত পরিচিতি ও কারামত” নামক গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন, শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) (ম:জি:আ:) নায়েবে মোন্তাজেম, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, এমপি সভাপতি, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ (নিহাদ) নায়েবে মোন্তাজেম, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফ, ফটিকছড়ি, চট্টগ্রাম।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা জমির উদ্দিন নেছারী (ম:জি:আ:) অধ্যক্ষ, বাঁশখালী হামেদিয়া রহীমা আলীয়া মাদ্রাসা, হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা সরোয়ার কামাল আলকাদেরী অধ্যক্ষ, গোমদন্ডি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। এতে সঞ্চালনায় থাকবেন চৌধুরী নাজেমুল হক সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত), বাঁশখালী উপজেলা ছাত্রলীগ।

লেখক পরিচিতি : মাওলানা মুহাম্মদ আবদুল মজিদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কোটপাড়া গ্রামে সুপ্রসিদ্ধ শাম খলিফা বংশের এক সালেম পরিবারে ১৯৮৭ সালের ১ মার্চে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুহাম্মদ নুরুল ইসলাম মাতা রহিমা খাতুনের তিন পুত্র ও চার কন্যা সন্তানের মধ্যে তিনি তৃতীয় ভাইদের মধ্যে বড়। পিতামহ গাউসুল আজম মাইজভাণ্ডারীর (ক.)-এর ফয়েজপ্রাপ্ত খলিফা অলীয়ে কামিল মাওলানা ওবাইদুল হাকিম শাহ (রহ.) এবং মাতামহ ছিলেন কাথরিয়ার বরইতলী নিবাসী মাওলানা সুলতান আহমদ (রহ.)। শিক্ষাজীবনে তিনি রাঙ্গুনিয়া পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয় জালিয়া মাদরাসা থেকে ফাজিলও কামিল (হাদিস) ২০০৭ পরীক্ষার ১ম বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল লাভের সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বি. এ. অনার্স এম.এ. (মাস্টার্স) ডিগ্রী ও চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে শিক্ষকতার মহান পেশাকে ধারণ করে বর্তমানে তিনি বোয়ালখালী উপজেলার গোমদণ্ড ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার আরবী প্রভাষক পদে সুনামের সাথে কর্মরত আছেন।

তিনি একজন সফল শিক্ষক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সেসিপের জাওতাধীন CQ. LSBE, CA ও Curriculum বিস্তরণের উপর প্রশিক্ষণ নেন । তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, রাবেত্ত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ, মাইজভাণ্ডার উলামা পরিষদসহ অনেকগুলো আকিদাভিত্তিক সংগঠনের খেদমতে নিয়োজিত আছে।

লেখকের সম্পাদনায় আহ্ তৈয়্যব নামক একটি স্বরণিকা প্রকাশিত হয়। এছাড়া মাঝে মধ্যে তিনি মাসিক তরজুমানেও লেখা-লিখি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?