গত ২৩ মে, শুক্রবার, সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রহমতগঞ্জস্থ নীলাঞ্জনা টাওয়ারে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সঙ্গে বাঁশখালী উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করা এবং শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের নির্দেশনা অনুসারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা।
সভায় সভাপতিত্ব করেন ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত। বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু ঝুন্টু কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রী গুরু সংঘের সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দেব, ঋষিধাম পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক শ্রী রাজিব সিংহ, সাধারণ সম্পাদক শ্রী চন্দ্র শেখর মল্লিক, অধ্যাপক দেবব্রত দেওয়ানজী, চন্দন দাশ, শ্রীমতি পান্না পাল, শ্রী গুরু সংঘের অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ, পরিষদের সাধারণ সম্পাদক এড. কাঞ্চন বিশ্বাস, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি অলক দাশ, অসীম পাল, দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব প্রদীপ গুহ, পরিষদের অর্থ সম্পাদক বাবলা কুমার পাল, পরিষদ কর্মকর্তা রাজীব গুহ, রুহিতোষ দেবনাথ, দোলন দাশ, নন্দন সুশীল, প্রণব গুহ, সাগর দেব, নারায়ন মল্লিক, সাগর সুশীল, শুভজিৎ দাশ, ডা. সমীরণ দাশ, রনি সরকার, রতন দেবনাথ, নগরবাশী শীল, সুমন তালুকদার, বাদল দেব, প্রদীপ দাশ, সুজিৎ সুত্রধর, রুপন সুশীল, কমলাশীষ কানুনগো, ডা. সুজিত দাশ, বিজয় সরকার, বিধু দাশ, ছোটন দাশ, অরুণ ধর জিকু, গুরাধন দাশ, জনি সুশীল, অমল দাশ, মনোতোষ দাশ, বিশ্বজিৎ দেব, সুবল দেব, শেখর চৌধুরী, নিউটন দাশসহ আরও অনেকে।