• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন ; কে কত ভোট পেল?

রিপোর্টার নাম: / ৫৪ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

রহিম সৈকত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে বাঁশখালীর নির্বাচন গতকাল সমাপ্ত হয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোরশেদ আলম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে। চমক হয়ে আসে মোহাম্মদ হোছাইন যার নির্বাচনেই থাকার কথা ছিলনা। অনলাইনে মনোনয়ন সাবমিট করতে না পারায় প্রাথমিক তালিকায় তাঁর নামই ছিলনা। পরে কোর্ট থেকে দীর্ঘ সংগ্রামের পর প্রার্থীতা ফিরে পেয়ে মাঠে নেমেই চমক। মাঠে ময়দানের আলোচনায় ঐ পদে হট ক্যান্ডিডেট ছিল আরিফুজ্জামান আরিফ ও আক্তার হোসাইন। বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও দুই একজন প্রার্থী নির্বাচনে জালভোট হওয়ার অভিযোগ এনেছেন। সুনির্দিষ্ট অভিযোগ এর ভিত্তিতে আদালতের দ্বারস্ত হওয়ার কথাও উল্লেখ করেছেন। এখন দেখা যাক তাঁরা কোন পথে হাটেন।

নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন চারজন। তাদের মধ্যে জাহিদুল হক চৌধুরী মার্শাল মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩৭৬ ভোট (প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন), শেখ ফখর উদ্দীন চৌধুরী ঘোড়া প্রতীকে ১২৬৯ ভোট, মুহাম্মদ এমরানুল হক আনারস প্রতীকে ২১৯৭৯ ভোট (নিকটতম প্রতিদ্বন্দ্বী), মোঃ খোরশেদ আলম দোয়াত-কলম প্রতীকে ৬১৫১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

খোরশেদ আলম, বাঁশখালী এক্সপ্রেসকে সাক্ষাৎকার প্রদানকালে

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থী ছিলেন ৭জন। এম.এ মালেক (মানিক) উড়োজাহাজ প্রতীক নিয়ে ৫০২৯ ভোট, ইমরুল হক চৌধুরী ফাহিম টিউবওয়েল প্রতীক নিয়ে ৬০৭৯ ভোট, মোঃ আরিফুর রহমান টিয়া পাখি প্রতীক নিয়ে ৮১৮৮ ভোট, মোঃ ওসমান গণী মাইক প্রতীক নিয়ে ১০২৭০ ভোট, মোঃ আরিফুজ্জামান আরিফ চশমা প্রতীক নিয়ে ১৬১৮০ ভোট, মোঃ আক্তার হোসাইন তালা প্রতীক নিয়ে ১৬২৬৭ ভোট (নিকটতম প্রতিদ্বন্দ্বী), মোহাম্মদ হোছাইন বই প্রতীক নিয়ে ২১,২১১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

মোহাম্মদ হোছাইন, বাঁশখালী এক্সপ্রেসকে সাক্ষাৎকার প্রদানকালে

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিন জন। ইয়ামুন নাহার প্রজাপতি প্রতীকে ১৭৩৪৮ ভোট, রেহেনা আক্তার কাজমী কলস প্রতীকে ১৯৫৬০ ভোট (নিকটতম প্রতিদ্বন্দ্বী), নূরী মন আক্তার ফুটবল প্রতীকে ৪৫১৩০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

নূরী মন আক্তার, বাঁশখালী এক্সপ্রেসকে সাক্ষাৎকার প্রদান কালে

সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও বাঁশখালী) জেসমিন আক্তার স্বাক্ষরিত ভোটের ফলাফল শিটে দেখা যায় মোট ভোটার ছিল ৩,৭৯,৯০৬ টি যার মধ্যে ভোট পড়েছে ৮৭১১১, যেখানেবৈধ ভোট ছিল ৮৩২২৭টি এবং বাতিল হয়েছে ৩৮৮৪টি ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?