আহলে সুন্নাত ওয়াল জামা’আত গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাহারচর ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী ৩০ আগস্ট ২০২৫ ইং, শনিবার সকাল ৮টা থেকে ৪নং বাহারচর ইউনিয়ন পরিষদ মাঠে শুরু হবে জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে এক বিশাল র্যালি। আয়োজকরা জানান বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের লক্ষ্যে এই বিশেষ র্যালির আয়োজন করা হবে। ঐদিন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় ইউনিয়ন পরিষদ মাঠে এসে সমাপ্ত হবে। অনুষ্ঠানে স্থানীয় ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক আশেখানে মুস্তফা (সা.) এর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত র্যালিতে অংশগ্রহণ করে সফল ও সার্থক করে তোলতে উদাত্ত আহবান জানানো হয়।