• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঁশখালীর মাধ্যমিক বিদ্যালয় সমুহের এসএসসি (২০২৩) পরীক্ষার ফলাফল

রহিম সৈকত / ৬৮ শেয়ার
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

সদ্য প্রকাশিত হওয়া এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে (২৪) নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়। সর্বোচ্চ পাশের হার ৮৫.১৭ পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের । ফলাফলে গত বছরের অবস্থান ধরে রেখেছে নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়। পক্ষান্তরে পশ্চিম বাঁশখালীর উচ্চ বিদ্যালয়ের কাছে শীর্ষস্থান হারিয়েছে মোনায়েম শাহ আউলিয়া উচ্চ বিদ্যালয় । ১৩ তম থেকে ৩য় স্থানে উঠে এসেছে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়। সরকারি বালিকা ৩য় স্থান থেকে ১৩ তম স্থানে অবনমন। এই বিশ্লেষণের তথ্য সংগ্রহ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে। এতে বৈসাদৃশ্য কিংবা ভুল থাকলে তার দায় সংশ্লিষ্ট ওয়েবসাইটের তথা কর্তৃপক্ষের। বাঁশখালীর ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফলে পাশের হারের ভিত্তিতে তুলনামূলক অবস্থান তুলে ধরা হল।
১.পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ২০৯ জন, উত্তীর্ণ ১৭৮ জন
পাশের হার-৮৫.১৭, জিপিএ৫-৫ জন।
২.নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ২৭৫ জন, উত্তীর্ণ ২৩০ জন, পাশের হার ৮৩.৬৪, জিপিএ ৫: ১৫ জন।
৩. নাপোড়া শেখেরখিল উচ্চ বিদ্যালয়:
মোট পরীক্ষার্থী ২৬১ জন, উত্তীর্ণ ২১৭ জন,পাশের হার, ৮৩.১৪, জিপিএ ৫: ২৪ জন
৪. মোনায়েম শাহ আউলিয়া উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৪৬ জন, উত্তীর্ণ ৩৮ জন, পাশের হার, ৮২.৬১, জিপিএ-৫: ২ জন।
৫. সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ১০০ জন, উত্তীর্ণ ৮১ জন
পাশের হার ৮১.০০, জিপিএ ৫ : ৫ জন।
৬. বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ১৭১ জন, উত্তীর্ণ ১৩৮ জন
৮০.৭০, জিপিএ ৫: ৮ জন।
৭. সাধনপুর পল্লীউন্নয়ন উচ্চ বিদ্যালয়:
মোট পরীক্ষার্থী ১৩৭ জন, উত্তীর্ণ ১১০ জন
পাশের হার ৮০.২৯ , জিপিএ ৫ : ৫ জন
৮. বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৩৪৪ জন, উত্তীর্ণ ২৬৯ জন
পাশের হার-৭৮.২০, জিপিএ ৫-১১ জন
৯. নাসেরা খাতুন আর কে উচ্চ বিদ্যালয়:
মোট পরীক্ষার্থী ১৬৭ জন, উত্তীর্ণ ১২৭ জন
পাশের হার, ৭৬.০৫, জিপিএ ৫:২ জন
১০.কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়:
মোট পরীক্ষার্থী ২১১ জন, উত্তীর্ণ ১৫৪ জন
পাশের হার ৭২.৯৯, জিপিএ ৫-৪জন।
১১.কোকদন্ডী গুনাগরি উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ২৬৩ জন, উত্তীর্ণ ১৮৮ জন
পাশের হার ৭১.৪৮, জিপিএ ৫-১৩ জন।
১২.চাম্বল উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৩৬৫ জন, উত্তীর্ণ ২৫৮ জন
পাশের হার, ৭০.৬৮%, জিপিএ ৫ : ৩ জন।
১৩. বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৩৩৪ জন, উত্তীর্ণ ২৩৬ জন
পাশের হার ৭০.৬৬, জিপিএ-৫: ১০ জন।
১৪. সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ১৩০ জন, উত্তীর্ণ ৯০ জন
পাশের হার-৬৯.২৩, জিপিএ৫-নেই।
১৫. বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৩৯৭ জন, উত্তীর্ণ ২৭২ জন
৬৮.৫১ জিপিএ-৫:১০ জন।
১৬. রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ২২১ জন, উত্তীর্ণ ১৫০ জন
পাশের হার-৬৭.৮৭, জিপিএ ৫-১জন।
১৭. হাজীগাঁও বরুমচড়া উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ১১০ জন, উত্তীর্ণ ৭৪ জন
পাশের হার-৬৭.২৭, জিপিএ ৫-৪ জন।
১৮. কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়,
মোট পরীক্ষার্থী ১৩৫ জন, উত্তীর্ণ ৯০ জন
পাশের হার ৬৬.৬৭, জিপিএ৫ : ২জন :
১৯. গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৮০ জন, উত্তীর্ণ ৫৩ জন
পাশের হার-৬৬.২৫, জিপিএ ১জন।
২০. বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৪০৩ জন, উত্তীর্ণ ২৬৪ জন
পাশের হার-৬৫.৫১, জিপিএ-৫ : ৪জন।
২১. বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৩৬৭ জন, উত্তীর্ণ ২৩৭ জন
পাশের হার ৬৪.৫৮ জিপিএ-৫: ৯ জন।
২২. বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ১২৩ জন, উত্তীর্ণ ৬৪ জন
পাশের হার ৫২.০৩, জিপিএ ৫ নেই।
২৩. খানখানাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ১১২ জন, উত্তীর্ণ ৫৮ জন
পাশের হার-৫১.৭৯, জিপিএ ৫ নেই।
২৪. পুইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ১৪৯ জন, উত্তীর্ণ ৭১ জন
পাশের হার-৪৭.৬৫, জিপিএ ৫ নেই।
২৫. ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ১৩৩ জন, উত্তীর্ণ ৬২ জন, পাশের হার ৪৬.৬২,জিপিএ-৫: নেই।
২৬.কামাল উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় :
মোট পরীক্ষার্থী ৭৯ জন, উত্তীর্ণ ৩৩ জন
পাশের হার-৪১.৭৭, জিপিএ ৫-নেই।

  • প্রিয় পাঠক/শুভার্থী :
    জনপদের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ভাই/বোনদের অনুপ্রাণিত করতে ই-পেপার বের করতে চাই। ছাত্র/ছাত্রীর ছবি, রোল নং, স্কুলের নাম, গ্রাম, পিতা-মাতার নাম সহ নিচে দেয়া নাম্বারে অথবা ইমেইল ঠিকানায় মেইল করুন। ছবি অবশ্যই মার্জিত লুকের এবং অফিসিয়াল (এক রংয়ের ব্যাকগ্রাউন্ড) হতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?