• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লিও ক্লাব অব চিটাগংয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

বিজ্ঞপ্তি / ১১৫ শেয়ার
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

লিও ক্লাব অব চিটাগংয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেছেন, আমরা এক সময় চাঁদা তুলে সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা করেছি। অনেকে টাকা দিয়েছে। আবার অনেকে কটু কথাও বলেছেন। সে সময় হয়ত একটু খারাপ লেগেছিল। কিন্তু আমরা থেমে ছিলাম না। তবে এখন লিও’রা নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে কাজ করতে পারে। এখন তরুণদের পরিবেশ, জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে কাজ করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর চকবাজার এলাকার চিটাগাং লায়ন্স সার্ভিস কমপ্লেক্স ভবনে লিও ক্লাব অব চিটাগংয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আয়োজক কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী ফয়সালের সভাপতিত্বে এবং সচিব লায়ন আবু নাসের রনি ও সাবেক সভাপতি নাফিজ মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানের অনুষ্ঠানের উদ্ভোদন করেন লিও ক্লাব অব চিটাগংয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বক্তব্য রাখেন সাবেক জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন ও সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন লায়ন জি কে লালা, লায়ন এম সোহেল খান, লায়ন নুরুল আলম, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন লিও ক্লাব অব চিটাগংয়ের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ নেওয়াজ, লুৎফুল আজিম হারুন, হেলাল চৌধুরী, সিএসকে সিদ্দিকী, চৌধুরী কে এম রিয়াদ, সিরাজুল ইসলাম কমু, আকতার হোসাইন, ইমরান হোসেন, মুকেশ চৌধুরী, মো. ইমরান হোসেন, সুপর্ণা বড়ুয়া, সাহাবুদ্দিন উদ্দিন সাইফু, জিয়াউর রহমান, জিয়াউল কবির সোহেল, মো. আলী হায়দার, সাজ্জাদ চৌধুরী ইভান, লিও রাহুল লালা জয়, লিও শেখ মুনতাসির আল মামুন, সাবেক লিও জাহাঙ্গীর আলম, লিও জেলা প্রেসিডেন্ট লিও মো. শওকত হোসেন, আইপিপি লিও দীপ্ত দে, লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, সদ্য সাবেক প্রেসিডেন্ট লিও শাহাদাত হোসেন সাইফ, লিও রাজেশ লালা, লিও বাঁধন ঘোষ, লিও মাহমুদুন নবী রানা, লিও মো. জাহেদ উদ্দীন রিপন, লিও মারিয়া দিলশাদ, লিও মো. সরোয়ার আলম সিয়াম, লিও ক্লাব অব এরিক্ট্রোকেসি কেমব্রিয়ানের লিও তাসফিয়া, লিও রূপালী, লিও সৌরভ, লিও ইমরুল কায়েস অপু প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার উপদেষ্টা প্রাক্তন লিও ওয়াহিদ মালেক ও সম্পাদক ক্লাবের প্রাক্তন সভাপতি নাফিজ মিনহাজ অতিথিদের সাথে নিয়ে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?