জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি গঠন করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদিত হয়।
ঘোষিত কমিটিতে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের সন্তান প্রফেসর জালাল আহমদ চৌধুরীর পুত্র মো. মাশফিকুর রহমান চৌধুরী মিশকাতকে চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদে মনোনীত করা হয়েছে। তরুণ, উদ্যমী ও শিক্ষিত এই সংগঠক দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির আদর্শ, গণমানুষের অধিকার এবং ন্যায্য রাজনীতির ধারা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
মিশকাতের দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন তরুণ প্রজন্ম ও স্থানীয় ছাত্রসমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে এনসিপি বাঁশখালী উপজেলায় আরও সুসংগঠিত হবে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মিশকাতের মতো তরুণ নেতৃত্ব জেলা পর্যায়ে যুক্ত হওয়ায় এনসিপি দক্ষিণ চট্টগ্রামে নতুন গতিশীলতা ও নেতৃত্বের সংস্কৃতি গড়ে তুলতে পারবে।
এনসিপির নবগঠিত দক্ষিণ জেলা সমন্বয় কমিটিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে সংগঠনের প্রতিটি নেতাকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। মিশকাত সেই ধারার একজন তরুণ প্রতিনিধি।”