• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ কংগ্রেস চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটি গঠন

রিপোর্টার নাম: / ২৫ শেয়ার
আপডেট: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

কংগ্রেস এর মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি স্লোগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস ২০১৩সালের ৪মার্চ প্রতিষ্ঠা হয়ে ২০১৯সালে ১৯মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশক্রমে বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ কংগ্রেস কে পূর্ণভাবে নিবন্ধনিত করে।

চট্টগ্রাম জেলা কমিটির পুর্নগঠনে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে ২য় বারের মতো আহ্বায়ক মনোনীত হলেন- মোহাম্মদ ফয়েজ আহমেদ এবং সদস্য সচিব মনোনীত হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চট্টগ্রাম বাঁশখালীর কৃতি সন্তান, এডভোকেট মনিরুল আলম চৌধুরী।

২৯ অক্টোবর ২০২১, শুক্রবার, বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের সকল জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

আগামী ১০দিনের মধ্যে চট্টগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটির গঠনের নির্দেশ প্রদান করেন।

নব মনোনীত সদস্য সচিব, এডভোকেট মনিরুল আলম চৌধুরী বলেন- ১৯৮৪-৮৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং তৎপরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতির হাতেখড়ি, কবি জসীমউদ্দিন হলে বাংলাদেশ ছাত্রলীগ (র.র) জিএস ছিলেন। ১৯৯০সালে ছাত্র রাজনীতি হতে বিরতি নেন। রাজনৈতিক গুরু সিরাজুল আলম খান দাদাভাই এবং শাহজান সিরাজ, আ.স.ম আবদুর রব, বাঁশখালীর মোক্তার আহমেদ (সাবেক এমপি), বাঁশখালীর সরল নিবাসী শফি ভাই এদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুরু করি। পরবর্তী তে যখন সুস্থ ধারার রাজনীতির প্লাটফরম পাইনি, তখন থেকে বিরত, রাজনীতি হতে মুখ ফিরিয়ে নিয়েছি, তবে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশ কংগ্রেস এর নীতিমালা, সংবিধান, সুস্থ ধারার রাজনীতির মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, দেশপ্রেম প্রতিপাদ্য ভালো লাগে, তখন বাংলাদেশ কংগ্রেস বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করি। সামাজিক কার্যক্রমে বাঁশখালীর নিজ এলাকায় জ্ঞান চর্চা পাঠাগার, রক্তদান, মরোণাত্তোর চক্ষুদান কর্মসূচি, এতিমখানায় এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ কংগ্রেস সুস্থ ধারার রাজনীতি চর্চায় চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দশের কল্যাণে সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?