• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কোস্ট ফাউন্ডেশনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

রিপোর্টার নাম: / ৯১ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মোঃ রিপন, পিতাঃ- মোঃ আনোয়ার, মাতাঃ-শামসুন্নাহার, সাংঃ- আনোয়ার মিয়ার বাড়ী গ্রামঃ-চর পূর্ব শুল্লুকিয়া, ডাকঘরঃ-উত্তর ওয়াপদা, থানাঃ- নোয়াখালী সদর, জেলাঃ- নোয়াখালী।

কোস্ট ফাউন্ডেশনে সিডিও হিসাবে যোগদান করার পর ভাটিয়ারি শাখায় কর্মরত থাকাকালীন ভাটিয়ারী, সোনাইছড়ি, সলিমপুর ইউনিয়নে ২৪ টি সমিতি ও ৪১২ জন ঋনী সদস্য ১,৮৩,৪৫,৫০৪ (এক কোটি তিরাশি লক্ষ পয়তাল্লিশ হাজার পাচশত চার টাকা) ঋন স্থিতি পরিচালনা করতো উক্ত মোঃ রিপন তার পরিচালিত সমিতির ১২৯ জন সদস্য থেকে ৩১-০৮-২০২৩ইং তারিখ হতে ২০-০৪-২০২৪ইং তারিখ পর্যন্ত১৪,৬১,৫৬১/=টাকা বিভিন্ন কৌশলে যেমন সদস্য কে বেশি ঋন দেওয়ার প্রলোভন দেখিয়ে, এককালীন ঋন পরিশোধ করে, সাপ্তাহিক/মাসিক কিস্তি আদায় করে অফিসে জমা না দিয়ে, ফিল্ড হতে সদস্য ভর্তি করে অফিসে ভর্তি না দেখিয়ে সঞ্চয় আদায় করে, সদস্য থেকে অগ্রিম কিস্তি আদায় করে এবং সদস্যর সাথে ঋন ভাগ করে নেয় ইত্যাদি কৌশলে প্রতারণার মাধ্যমে উক্ত টাকা আত্মসাৎ করিয়া অফিসকে অবগত না করিয়া ভাটিয়ারী ভাড়া বাসা হইতে ফ্যামিলিসহ গত ২০-০৪-২০২৪ইং তারিখ পালিয়ে গিয়ে গা ঢাকা দিলে সমিতির বিভিন্ন সদস্যদের অভিযুগের ভিত্তিতে তার নামে আত্মসাতের অভিযোগে গত ২৪-০৪-২০২৪ইং তারিখে সীতাকুন্ড থানায় মামলা দায়ের করা হলে পরবর্তীতে অডিট কার্যক্রম শেষ হলে তার মোট ১৪,৬১,৫৬১/= টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। মামলা দায়েরের পর গত ২৫-০৪-২০২৪ইং তারিখে পুলিশ চট্টগ্রাম মোহরা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। বর্তমানে মামলাটি চলমান। কোস্ট ফাউন্ডেশন, ভাটিয়ারী শাখার সকল সদস্য কে জানানো যাচ্ছে যে, মাঠ কর্মী রিপনের সাথে কোন সদস্য কোন প্রকার লেনদেন করবেন না। তার মোবাইল থেকে ফোন করে বিকাশ বা নগদে টাকা চাইলে দিবেন না যদি কোন সদস্য কোন প্রকার লেনদেন করেন তাহলে কোস্ট ফাউন্ডেশন তার দায় ভার বহন করবে না।

সংস্থার পক্ষে,
মোঃ আনোয়ার হোসেন,
আঞ্চলিক কর্মসূচী সমন্বয় কারী, কোস্ট ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চল।
ফোন: ০১৭১৩-৩২৮৮০৫


আপনার মতামত লিখুন :

One response to “কোস্ট ফাউন্ডেশনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?