Search
Close this search box.
Search
Close this search box.

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী বলেছেন, যুবলীগ বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে মৌলবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনাকালীন সময়ে সাধারণ মানুষে মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করে এবং দাফন কাফনে অংশগ্রহণ করে যুবলীগ মানবিক দায়িত্ব পালন করেছে। তিনি যুবলীগ নেতা কর্মীদেরকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতা

মোকাবেলা করার আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সহ-সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সংগঠনের ১২২ আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক রাজু দাশ হিরোর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক অরূপ সেন, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাজমিন, কর্ণফুলী উপজেলা সভাপতি সোলায়মান তালুকদার, পটিয়া উপজেলা আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগ সহ-প্রচার সম্পাদক সাইফুল হাসান টিটু, সহ-জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শাহেদ চৌধুরী সুমন, সদস্য হাসান মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, কর্ণফুলী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম হক, পটিয়া উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দীন বশির ও মাস্টার রিটন নাথ, চন্দনাইশ উপজেলা যুবলীগের আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, লোহাগাড়া উপজেলা যুবলীগের জয়নাল আবেদীন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের এড. আবদুল্লা আল বেলাল, পটিয়া পৌরসভা যুবলীগের আবদুল মালেক, বাঁশখালী উপজেলা যুবলীগের শামসুদ্দিন, আবদুর রহমান জুনু, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন, যুবলীগ নেতা শহীদউল্লাহ শহীদ, সাইফুদ্দীন, এম.এ রহিম, মফিজুর রহমান মুন্না, মোঃ আবু তাহের, নাজিম উদ্দীন ভূঁইয়া, একেএম সাজ্জাদুল মোস্তফা চৌধুরী, নাজিম উদ্দিন রনি, সাজ্জাদ হোসেন, শেখ মনির আহমদ, অনুজ বস্তু য়া, পংকজ রদ্র স্বপন, একেএম পারভেজ উদ্দীন, আবছার আহমদ মানিক, মিল্টন ধর, আবদুল আওয়াল, মো: ফারুফ, মোঃ ফোরকান, তৌহিদুল ইসলাম, কুতুব উদ্দিন, অরিজিৎ, বিশ্বাস মুন্না, মোঃ খোরশেদ, একেএম জাভেদ, মো: ফয়সাল, দিদারুল আলম, এয়ার মো: বুলু প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, যুবলীগ মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শে শাণিত একটি সমৃদ্ধ যুব সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংকটে, সংগ্রামে দৈব দুর্বিপাকে যুবলীগ সাধারণ মানুষের পাশে এসে দাড়ায়। সভায় বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন  পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটির মাহে রমজান শীর্ষক আলোচনা সভা