Search
Close this search box.
Search
Close this search box.

ছাত্রসেনা- সাধনপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

হিজরি নববর্ষ (১৪৪৫) উদযাপন উপলক্ষ্যে

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর এর আওতাধীন ২নং সাধনপুর ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন’২৩ সংগঠনের সভাপতি – মুহাম্মদ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম বিন মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (দঃ), জাতীয় সংগীত ও ছাত্রসেনার দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে, এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক,জননেতা হুমায়ুন কবির জাহেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক,জননেতা এম মহিউল আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ সাধনপুর ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক,জনাব তৌহিদুল ইসলাম লিটন।
সংবর্ধিয় অতিথি ছিলেন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা খোরশেদ হাশেমী।
প্রধান বক্তা ছিলেন, ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা শহিদ রেজা, বিশেষ বক্তা ছিলেন, ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার দপ্তর সম্পাদক ছাত্রনেতা কাজী মুহাম্মদ শাহেদ হোসেন এবং সাধনপুর ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দের মধ্যে, জনাব আহমদ উল্লাহ ও এইচ এম নুরুল আবসার সহ ইউনিয়ন এবং ওয়ার্ডের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার সূদীর্ঘ সময় অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সত্যিকার মুক্তি আসেনি। বরং দিনের পর দিন বেড়েছে শোষণ, দারিদ্র, বৈষম্য, প্রবঞ্চনা ও হতাশা। বারবার প্রতারিত হয়ে মানুষ আজ হয়ে পড়েছে রাজনীতির প্রতি আস্থাহীন। যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নীতি-নৈতিকতা শিখার কথা সেই শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছাত্ররাজনীতির নামে মারামারি, হানাহানি এবং সন্ত্রাসী কর্ম-কান্ডের চর্চা হচ্ছে। আদর্শহীন রাজনৈতিক নেতারা এসবের নেতৃত্ব দিচ্ছে।
যার কারণে আজ ছাত্রসমাজ রাজনীতি থেকে মূখ ফিরিয়ে নিচ্ছে। তাই সুস্থ এবং আদর্শ রাজনীতি চর্চায় ছাত্রসমাজকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার পতাকা তলে আসার আহবান জানান।
বক্তারা আরো বলেন, বিশ্বে আজ পর্যন্ত যতো মতবাদের জন্ম হয়েছে তার মধ্যে ইসলামই সর্বশ্রেষ্ট বলে প্রমাণিত হয়েছে। কেননা এক মাত্র ইসলামই মানুষের জাগতিক ও আধ্যান্তিক উভয় প্রকার মুক্তি সুনিশ্চিত করেছে।

আরও পড়ুন  বৈলছড়িতে কৃষক লীগের প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

অনুষ্ঠানের সর্বসম্মতি ক্রমে, মুহাম্মদ আজিম বিন মালেক’কে সভাপতি, মুহাম্মদ ওবাইদ রেজা’কে সাধারণ সম্পাদক এবং হাফেজ মাঈন উদ্দিন’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ পরিষদ ঘোষণা করা হয়।
পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।