সিলেটের কানাইঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান।
নিহত ফয়জুল হোসেন (৬৮) ওই গ্রামের প্রয়াত আব্দুল লতিফের ছেলে। গ্রেপ্তার সুলতান আহমদ একই বাড়ির প্রয়াত আব্দুল জলিলের ছেলে।
এ ঘটনায় ফয়জুলের ছেলে কাতার প্রবাসী আলী রাজা বাদী হয়ে সুলতানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুলতান তার চাচাতো ভাই ফয়জুলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি আব্দুল আউয়াল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে ফয়জুল হোসেনের সঙ্গে সুলতান আহমদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকত।
ওসি আব্দুল আউয়াল বলেন, “শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ফয়জুল হোসেন নিজ ঘরে তার ছেলে আলী রাজের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সুলতান অকথ্য ভাষায় বাবা-ছেলেকে গালিগালাজ করতে থাকেন।
“এক পর্যায়ে তিনি রামদা নিয়ে দুজনকে কোপানোর চেষ্টা করেন। আলী রাজা সরে গেলে সুলতান রামদা দিয়ে ফয়জুলের মাথা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।”
বাবা-ছেলের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন সুলতানের বসতঘর ঘেরাও করে থানা-পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা উদ্ধার এবং সুলতানকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলের করা মামলায় সুলতানকে গ্রেপ্তার দেখানো হয়েছে; বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আব্দুল আউয়াল।