Search
Close this search box.
Search
Close this search box.

নেত্রকোনায় মাদক সহ ২ যুবক আটক

নেত্রকোনা সীমান্তে কলমাকান্দায় মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে একটি যাত্রীবাহী বাস থেকে ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগরের কালাঘর এলাকার বাসিন্দা শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন ( ২২) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী।

নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, কলমাকান্দা–নেত্রকোনা সড়কের বাহাদুর কান্দা এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাদেকে ফেনসিডিল ও গাঁজাসহ আটক করা হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, আটক দুই যুবক থানা পুলিশের হেফাজতে আছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন  শেরপুরে সীমান্তে হাতি-মানুষে দ্বন্দ্ব বাড়ছে